নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ কৃষি জমিতে জল সেচ নিশ্চিত করার দাবিতে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির দুই সদস্যক প্রতিনিধি দল সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এর সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ দীর্ঘ অনাবষ্টি ও সেচ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
উদ্ভূত পরিস্থিতিতে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে দুই সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এর সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ রাজ্যের কৃষকদের শেষ ব্যবস্থা সম্পর্কিত বিষয় নিয়ে প্রতিনিধিদলের সদস্যরা ইঞ্জিনিয়ারের বিস্তারিতভাবে অবগত করেন৷
রাজ্যের বিভিন্ন স্থানে শেষ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে তারা চিফ ইঞ্জিনিয়ারকে জানান৷ চিফ ইঞ্জিনিয়ার নিজেও এসব বিষয় স্বীকার করেছেন বলে সারা ভারত কৃষক সভা কমিটির সম্পাদক পবিত্র কর জানান৷ বিদ্যুতের যোগান পাম্প অপারেটর সংকট এবং জলের অভাবে বেশ কয়েকটি প্রকল্প বন্ধ হয়ে রয়েছে বলে চিফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিনিধিদলকে জানান আর্থিক মঞ্জুরি না পাওয়ার কারণে জলের উৎস এবং যন্ত্রপাতি সংস্কার করা যাচ্ছে না৷ এসব বিষয় চিফ ইঞ্জিনিয়ার রাজ্য সরকারের নজরে এনেছেন বলেও জানান৷ কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷
তিনি বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত একটিসেচ প্রকল্পও তৈরি করেনি৷ বিগত বামফ্রন্ট সরকারের আমলে যেসব প্রকল্প তৈরি করা হয়েছিল সেগুলি রক্ষণাবেক্ষণ করায় বর্তমান সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না৷ এবছর দীর্ঘ অনাবৃষ্টির ফলে কৃষকরা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন৷ একদিকে বৃষ্টি নেই অন্যদিকে শেষ প্রকল্প গুলি বন্ধ হয়ে পড়েছে৷ ফলে কৃষকদের চরম সর্বনাশ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ পবিত্র বাবু বলেন সরকার কৃষক স্বার্থের কথা বড় গলায় বলছে অথচ বাস্তব পরিস্থিতি বিবেচনা করে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷ প্রধানমন্ত্রী সিঞ্চন যোজনা এবং মুখ্যমন্ত্রীর সিঞ্চন যোজনা গ্রহণ করা হলেও রাজ্যে এইসব প্রকল্পে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলে পবিত্র বাবু উল্লেখ করেন৷ সেচ কৃষি এবং বিদ্যুৎ দপ্তরকে যৌথভাবে কাজ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷