অন্তিম দফায় নজরে বঙ্গের ৩৫টি কেন্দ্র, বহু রাজনীতিকের ভাগ্যপরীক্ষা

কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে আট দফার মধ্যে সাত দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি আর মাত্র এক দফার ভোটগ্রহণ, বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অষ্টম তথা অন্তিম দফার ভোটগ্রহণ। শেষ দফায় পশ্চিমবঙ্গের ৪টি জেলার ৩৫টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই চারটি জেলা হল-কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূম। কলকাতার চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়ায় বৃহস্পতিবার ভোট হচ্ছে। অন্তিম দফায় ভোট হচ্ছে মালদহ জেলার মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর কেন্দ্রে। এই দফাতেই ভোট হচ্ছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গিতে। শেষ দফায় ভোট হচ্ছে বীরভূম জেলার দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি ও মুরারইয়ে।
অষ্টম তথা শেষ দফায় সুষ্ঠু ভাবে ভোট পরিচালনার কাজে লাগানো হয়েছে ৭৫৩ কোম্পানি বাহিনী। তার মধ্যে বুথ পাহারার কাজে ৬৪১ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। বাকিদের রিজার্ভে রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, অষ্টম দফায় বীরভূমে ২২৪, কলকাতা উত্তরে ৯৫, মালদহে ১১০ এবং মুর্শিদাবাদে ২১২ কোম্পানি বাহিনী কাজে লাগানো হয়েছে। বৃহস্পতিবার অন্তিম দফায় মোট বুথের সংখ্যা ১১,৮৬০টি।

ভোট দিলেন মিঠুন চক্রবর্তী
এদিন সকাল সকাল নিজের ভোট দিয়েছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়ায় বিধানসভা আসনের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন মিঠুন চক্রবর্তী। ভোট দেওয়ার পর মিঠুন জানিয়েছেন, “এতটা শান্তিতে এর আগে কখনও ভোট দিতে পারিনি। সমস্ত সুরক্ষা বাহিনীকে আমার পক্ষ থেকে অভিনন্দন।”

ইভিএম বিভ্রাট, বীরভূমে প্রায় ৩০ মিনিট বন্ধ ভোটদান
ইভিএম-এ ত্রুটির কারণে বীরভূম জেলার ১৮৮ নম্বর পোলিং বুথে প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ভোটগ্রহণ।

অষ্টম দফায় নজরে রয়েছেন একাধিক রাজনৈতিক মুখ। তার মধ্যে কেউ পোড়খাওয়া রাজনীতিবিদ, তো কেউ আবার প্রথম বার নেমেছেন বিধানসভার ময়দানে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গী আসনে তৃণমূলের প্রার্থী হলেন নয়না। অষ্টম দফায় নজর থাকবে আর এক উল্লেখযোগ্য প্রার্থী, চার বারের বিধায়ক পরেশ পালের দিকে। বেলেঘাটা থেকেই দাঁড়িয়েছেন পরেশ। এই দফায় দুই মন্ত্রী রয়েছেন- প্রথম জন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শ্যামপুকুর কেন্দ্র থেকে তৃতীয় বার ভোটের ময়দানে শশী। দ্বিতীয়জন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে এ বারও মানিকতলা থেকে তৃণমূলের প্রার্থী। মানিকতলায় সাধনের প্রতিপক্ষ বিজেপি-র কল্যাণ চৌবে। অষ্টম দফায় মালদহের ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। জোড়াসাঁকো আসনে তৃণমূলের বিবেক গুপ্তর সঙ্গে টক্কর হবে বিজেপির মীনা দেবী পুরোহিতের। আবার বিধানসভা নির্বাচনে প্রথম বারের জন্য ভোটে দাঁড়াচ্ছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কাশীপুর-বেলগাছিয়ার তিন বারের বিধায়ক মালা সাহার জায়গায় এ বার তাঁকে প্রার্থী করেছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *