নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ মঙ্গলবার খুমুলুঙে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয়ে কাউন্সিল ভবনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন বিজেপির নির্বাচিত নয় জন সদস্য৷ বিজেপির নবনির্বাচিত সদস্যদের শপথ গহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায়, বিজেপি রাজ্য কমিটির সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷
কাউন্সিল ভবনে একে একে বিজেপির ৯ জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন৷ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, রাজ্য সরকার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে৷ কাউন্সিল ভবনে শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যরা খোলাখুলিভাবে আলোচনা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
জেলা পরিষদ এলাকায় বসবাসকারী জাতি উপজাতি অংশের জনগণের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য তিনি প্রত্যেকের প্রতি আহ্বান জানান৷ উপমুখ্যমন্ত্রী আরো বলেন জেলা পরিষদের শাসন ক্ষমতায় থাকুক না কেন রাজ্য সরকার চায় জেলা পরিষদ এলাকার সার্বিক উন্নয়ন৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, কাউন্সিল ভবনে শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রীর ছবি থাকা বাঞ্ছনীয় নয়৷ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি থাকা বাঞ্ছনীয় বলে তিনি মনে করেন৷ প্রসঙ্গক্রমে শিক্ষা মন্ত্রী বলেন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ কে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে অন্যান্য রাজ্যের জেলা পরিষদ গুলি ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদকে অনুকরণ করে৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত না গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী৷ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রী৷ ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল ত্রুটি না হয় সে বিষয়ে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির নয় জন সদস্য নির্বাচিত হলেও নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে শাসক দলের সদস্যদের সঙ্গে একসাথে তারা শপথ গ্রহণ করেননি৷ মঙ্গলবার তারা কাউন্সিল ভবনে পৃথকভাবে শপথ গ্রহণ করেন৷