সুরাটের আয়ুষ হাসপাতালে আগুনে মৃত ৪, থানে-তেও ৪ জন রোগীর মৃত্যু

সুরাট ও থানে, ২৬ এপ্রিল (হি.স.): গুজরাটের সুরাটের আয়ুষ হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৪ জন রোগীর। রবিবার গভীর রাতে আয়ুষ হাসপাতালে আগুন লাগে। চিকিৎসাধীন ছিল কয়েকজন করোনা-রোগী। আগুন লাগা মাত্রই সমস্ত রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। সুরাট পৌর নিগমের মেডিক্যাল অফিসার (স্বাস্থ্য) ডাঃ আশীষ নিগম বলেছেন, “রবিবার গভীর রাতে আয়ুষ হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪ জন রোগীর।”
অন্যদিকে, মহারাষ্ট্রের থানে জেলায় বেদান্তা হাসপাতালে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ৪ জন করোনা-রোগীর। সোমবার ভোর থেকে সকালের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জন রোগীর। থানে পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জন রোগীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি।