নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): অক্সিজেনের সঙ্কট ও আইসিইউ বেডের ঘাটতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার রাহুল টুইট করে লিখেছেন, “করোনার জন্য অক্সিজেন লেভেল হ্রাস পায়, কিন্তু অক্সিজেন স্বল্পতা ও আইসিইউ বেডের ঘাটতির জন্য বহু মৃত্যু হচ্ছে। দায়িত্ব ভারত সরকারের উপর বর্তায়।” দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। ২৪ ঘন্টাতেই দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয়েছে ২৫ জন রোগীর। অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে অন্যান্য রাজ্যেও।
এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে রাহুল টুইটারে লিখেছেন, “করোনার জন্য অক্সিজেন লেভেল হ্রাস পায়, কিন্তু অক্সিজেন স্বল্পতা ও আইসিইউ বেডের ঘাটতির জন্য বহু মৃত্যু হচ্ছে। দায়িত্ব ভারত সরকারের উপর বর্তায়।”
2021-04-23