প্রাক্তন বিধায়কের পত্নী বিয়োগ

আগরতলা, ২২ এপ্রিল৷৷ প্রাক্তন বিধায়ক তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা তাপস দে-র স্ত্রী রাণী চৌধুরী প্রয়াত হয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১৷ দীর্ঘদিন দিন তিনি বার্ধ্যক্যজনিত রোগ-এ ভুগছিলেন৷ তাঁকে গত সোমবার জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

আজ সকালে তিনি হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাব-র সম্পাদক প্রণব সরকার সহ গুণমুগ্দ-রা ছুটে গিয়েছেন৷ বটতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *