ভিরার (মহারাষ্ট্র), ২৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলায় বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লেগে মৃত্যু হল ১৩ জন করোনা-রোগীর। সৌভাগ্যবশত প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ২১ জন রোগীকে। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ পালঘর জেলার ভাসাই ভিরার পৌরনিগম এলাকার ভিরারে (মুম্বই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে) অবস্থিত বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে আগুন লাগে। চার-তলা বেসরকারি ওই হাসপাতালের দো-তলায় আইসিইউ-তে আগুন লাগে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সময় আগুন লাগে তখন আইসিইউ-তে মোট ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে, আগুনে মৃত্যু হয়েছে ১৩ জন কোভিড-রোগীর। দমকল কর্মীদের প্রচেষ্টায় সকাল ৫.২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের আধিকারিক ডাঃ দিলীপ শাহ জানিয়েছেন, “শুক্রবার ভোররাত তিনটে নাগাদ আইসিইউ-তে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৩ জন করোনা-রোগীর। মোট ২১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”
বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) থেকে জানানো হয়েছে, বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2021-04-23