লখনউ, ২০ এপ্রিল (হি.স.): করোনাকে রুখতে সপ্তাহান্তের লকডাউন লাগু হবে উত্তর প্রদেশে। শনিবার ও রবিবার লকডাউন লাগু হবে উত্তর প্রদেশে, শুক্রবার রাত আটটা থেকে লাগু হবে লকডাউন, বিধিনিষেধ থাকবে সোমবার সকাল সাতটা পর্যন্ত। পাশাপাশি উত্তর প্রদেশের সমস্ত জেলায় বলবৎ থাকবে রাত্রিকালীন কারফিউ। জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।
মঙ্গলবার উত্তর প্রদেশের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কে অবস্থি জানিয়েছেন, “শনিবার ও রবিবার সপ্তাহান্তের লকডাউন লাগু হবে উত্তর প্রদেশে। শুক্রবার রাত আটটা থেকে লাগু হবে লকডাউন, বিধিনিষেধ থাকবে সোমবার সকাল সাতটা পর্যন্ত। শুধুমাত্র জরুরি পরিষেবাকে অনুমতি দেওয়া হেব। উত্তর প্রদেশের সমস্ত জেলায় বহাল থাকবে রাত্রিকালীন কারফিউ।”
2021-04-20