কলকাতা,২০ এপ্রিল( হি স): দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই করোনা থাবা বসিয়েছে সাধারণ মানুষ থেকে সেলেব রাজনীতিবিদদের শরীরেও । এরই মাঝে মঙ্গলবার করোনা আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।
করোনা আতঙ্কে নাজেহাল সকলে । গত বছর মার্চ মাস থেকে দেশজুড়ে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা । পুরোনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয়ে গেলেও কিছুতেই পিছু ছাড়ছে না করোনা । এরই মাঝে এবার করোনা আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন টুইট করে রাহুল গান্ধী লেখেন, ‘সামান্য কিছু উপসর্গ অনুভব করায় করোনা পরীক্ষা করাই । করোনা রিপোর্ট পজিটিভ আসে। যারা আমার সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা বিধি মেনে চলবেন ।