নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): করোনা-মহামারীকে রুখতে ৪ দিন ব্যাপী ‘টিকা উৎসব’-এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে এ বার তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, যে ভাবে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে টিকার ঘাটতিতে ঘোর সঙ্কট দেখা দিয়েছে, যা কখনওই ‘উৎসব’ হতে পারে না। শুক্রবার রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, ‘করোনা সঙ্কটে ভ্যাকসিনের ঘাটতি অতিগম্ভীর সমস্যা, উৎসব মোটেও নয়। এমন পরিস্থিতিতে নিজের দেশের মানুষকে বিপদে ফেলে বিদেশে টিকা রফতানির সিদ্ধান্ত কি সঠিক? কোনও রকম পক্ষপাতিত্ব ছাড়াই সব রাজ্যকে সাহায্য করা উচিত কেন্দ্রীয় সরকারের। একজোট হয়ে মহামারীকে হারাতে হবে আমাদের।”
উল্লেখ্য, দেশে ক্রমবর্ধমান করোনা-সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল—এই ৪ দিন ধরে ‘টিকা উৎসব’ পালনের কথা বলেন তিনি। বয়সসীমা মেনে এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব টিকাকরণে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। এই ‘টিকা উৎসব’ নিয়েই শুক্রবার খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী। বিভিন্ন দেশে ইতিমধ্যেই টিকা পাঠিয়েছে ভারত সরকার। শুক্রবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, “এখনও পর্যন্ত ৮৪টি দেশে ৬.৪৫ কোটি টিকার ডোজ রফতানি করেছি আমরা। যার মধ্যে অনুদান হিসেবে ৪৪টি দেশকে ১.০৫ কোটি ডোজ, বাণিজ্যিক চুক্তি হিসেবে ২৫টি দেশকে ৩.৫৮ কোটি ডোজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফেসিলিটির মাধ্যমে ৩৯টি দেশকে ১.৮২ কোটি ডোজ।”
2021-04-09

