পেরিয়াকুলাম, ৬ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে এআইএডিএমকে। ভোটের সকালে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছেন তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভম। একইসঙ্গে তিনি দাবি করে বলেছেন, “সমস্ত এনডিএ প্রার্থী নির্বাচনে জয়লাভ করবেন।” মঙ্গলবার সকালে তামিলনাড়ুর থেনি জেলার পেরিয়াকুলামে নিজের ভোট দিয়েছেন পন্নীরসেলভম। এদিন সাংবাদিকদের পন্নীরসেলভম জানিয়েছেন, “সমস্ত এনডিএ প্রার্থী নির্বাচনে জয়লাভ করবে। তৃতীয়বারের জন্য তামিলনাড়ুতে সরকার গড়তে চলেছে এআইএডিএমকে।”
এদিন সকালেই চেন্নাইয়ের সিয়েট কলেজের পোলিং বুথে ভোট দিয়েছেন ডিএমকে প্রেসিডেন্ট এম কে স্ট্যালিন, তাঁর স্ত্রী দূর্গা এবং ছেলে উদয়নিধি স্ট্যালিন। স্ট্যালিন জানিয়েছেন, “এবারের ভোট রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।” স্ট্যালিন-পুত্র উদয়নিধি আবার বিপুল পরিমানে ভোট দেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেছেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪ (এসসি-৪৪ এবং এসটি-২)। ভোটের ফল ঘোষণা হবে ২ মে।
2021-04-06