নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ লেফুঙ্গা থানার লকআপে বিনয় সরকার নামে এক যুবককে বেধড়ক মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে৷ সদর উত্তরের মোহনপুরের লেফুঙ্গা থানার পুলিশ বিনয় সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে৷ তাকে যথারীতি ডাক্তারি পরীক্ষার পর ৩০ মার্চ আদালতে সোপর্দ করা হয়৷ আদালতে বিনয় সরকার নামে অভিযোগ করেছিল তাকে মারধর করা হয়েছে৷
বিচারক অভিযোগের পরিপ্রেক্ষিতে লক্ষ করেন যে মেডিকেল রিপোর্ট পুলিশ জমা দিয়েছে তাতে বিনে সন্তানের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ণ রয়েছে বলে উল্লেখ নেই৷ অথচ আদালতে সোপর্দ করার পর বিনয় সরকারের শরীরে আঘাতের চিহ্ণ মিলেছে৷ মেডিকেল রিপোর্ট এর সঙ্গে যেহেতু বিনয় সরকারের শরীরে আঘাতের কোনো সম্পর্ক নেই সেহেতু আদালত তৎক্ষণাৎত বিনয় সরকার কে আইজিএম হাসপাতালে পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেয়৷
সে অনুযায়ী বিনয় সরকারকে আইজিএম হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়৷ বিনয় সরকার এর শারীরিক অবস্থা বিবেচনা করে আইজিএম হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষার পাচ পাতার রিপোর্ট আদালতে পেশ করা হয়৷ বিনয় সরকার নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়৷ লেফুঙ্গা থানার লকআপে বিনয় সরকারের ওপর অমানুষিক নির্যাতনের বিষয়ে উচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী প্রসেনজিৎ দেবনাথ৷এদিকে আদালত মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পশ্চিম জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করার জন্য৷আগামী ১৩ এপ্রিল আদালতে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

