30/03/2021
কলকাতা, ৩০ মার্চ (হি. স.) : রাজ্যে গরম পড়ে গিয়েছে পুরোদস্তুর। সকাল থেকেই রোদ্দুরের তেজ। বেলা বাড়লে বাড়ছে অস্বস্তি। নাজেহাল পথেঘাটে বেরনো মানুষদের। এর মধ্যেই চলছে ভোটের প্রচার, পর্যায়ক্রমে ভোট আর তার রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতিপর্ব।
আগামী কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গ ছাড়া বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে বাকি রাজ্যে আপাতত জারি থাকবে গরমের দাপট। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ওড়িশাতে তাপপ্রবাহের পরিস্থিতি হবে আগামী ৭২ ঘণ্টায়। এর প্রভাবে ওড়িশা সংলগ্ন মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি হবে। ইতিমধ্যেই চল্লিশের কোঠা ছুঁয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ। আগামী কয়েকদিনে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে ওড়িশা সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে।
তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও গরম ও অস্বস্তি বাড়বে কলকাতাতেও। নেই বৃষ্টির কোনও সম্ভাবনা। তবে পশ্চিমের শুকনো বাতাস প্রভাব বিস্তার করায় গরম বাতাস বইবে দুপুরে। ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পরিস্থিতি না থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দু-এক পশলা বৃষ্টি হতে পারে সমতলের জেলাগুলি অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। কেবল উত্তরবঙ্গই নয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর