লামডিং (অসম), ২৮ মার্চ (হি.স.) : লামডিং বাজারে রবিবার ভোররাত প্রায় ৪:৩০ মিনিটে সংঘটিত এক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আজ ভোররাতে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে লামডিং মণ্ডল বিজেপির পুরনো কাৰ্যালয় সহ তিনটি বাণিজ্যিক প্ৰতিষ্ঠান৷ ঘটনার খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ছুটে আসে অগ্নিনিৰ্বাপক বাহীনি। তাদের তৎপরতা এবং অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রিত হয়। অগ্নিনির্বাপকবাহিনীর দৌলতে আজ গোটা বাজার এলাকা আগুনের লেলিহান শিখার গ্রস থেকে রক্ষা পড়েছে৷ তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও স্পষ্ট খবরদিতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনী এবং পুলিশের আধিকারিকরা
৷বাণিজ্যিক প্ৰতিষ্ঠানগুলি ভস্মীভূত হওয়ায় বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিজেপি কাৰ্যালয়ে মজুত আসবাবপত্র এবং গুরুত্বপূৰ্ণ নথিপত্ৰওআগুনের কবলে পড়ে ছাই হয়ে গেছে।