নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): আগামীকাল রবিববার দেখা যাবে রাতের আকাশে বছরের প্রথম সুপারমুন । রবিববার মধ্যরাতে আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ। ওই সময় পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেনাসা ।
নাসার বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সময় রবিবার রাত ১২টা ১৮ মিনিটে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করতে-করতে পৃথিবীর সব চেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে সেই চাঁদকে আমরা বেশ বড় আকারের দেখব। আমাদের চোখে তা হবে ‘সুপারমুন’। ওই সময়ে চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের বিপরীতে। প্রসঙ্গত এটিই এ বছরের প্রথম সুপারমুন । তবে এই নয় যে, ওই একদিনই চাঁদকে এমন বিশেষ আকারে দেখা সম্ভব হবে। প্রায় ৩ দিন ধরে এই সুপারমুন দৃশ্য়মান হবে রাতের আকাশে। নাসা সূত্রে জানা যাচ্ছে, এ বছর একাধিক সুপারমুনের ঘটনা ঘটবে।