ঢাকা, ২৭ মার্চ (হি.স.): বাংলাদেশ সফরে গিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে পূজার্চনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা কালীর মূর্তিতে হাতে তৈরী একটি ‘মুকুট’-ও প্রদান করেছেন মোদী। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মানুষজনের সঙ্গে মতবিনিময় করেছেন মোদী। মন্দিরে পুজো দেওয়ার পর মোদী টুইটারে লেখেন, ‘যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে ধন্য হলাম’। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন, শনিবার সকালে ঢাকা থেকে সাড়ে দশটা নাগাদ হেলিকপ্টারে সাতক্ষীরায় পৌঁছন মোদী।
যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোভিড ১৯ থেকে মানব জাতিকে মুক্তির জন্য মা কালীর কাছে প্রার্থনা করেছি। মোদী বলেন, এখানে যখন মা কালী মেলা হয়, ভারত এবং বাংলাদেশের অসংখ্য ভক্ত এখানে আসেন। ভক্তদের জন্য একটি কমিউনিটি হলের প্রয়োজন রয়েছে।”
বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদীর শ্রদ্ধা
বাংলাদেশের গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা ১১.৪০ মিনিট নাগাদ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নরেন্দ্র মোদী। সমাধিস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। এরপর বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন মোদী।