কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ ত্রিপুরার বীর জওয়ান

শ্রীনগর/ আগরতলা, ২৫ মার্চ : ফের জঙ্গি হামলা উপত্যকায়৷ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লওয়াইপোরা এলাকায় জঙ্গিরা আধা সেনা জওয়ানদের উপর আচমকাই হামলা চালালেয় সিআরপিএফের এক জওয়ানের মৃত্যু হয়৷ সেই সঙ্গে জখম হন আরও দুই জওয়ান৷ নিহত জওয়ানের নাম মঙ্গ রাম দেববর্মা (৫৫) ৷ তাঁর বাড়ি ত্রিপুরার গোমতী জেলায় তৈদু৷


বৃহস্পতিবার বিকেলে শ্রীনগরের লওয়াইপোরায় সিআরপিএফ জওয়ানদের একটি টহলদার দলকে হঠাৎ আক্রমণ করে জঙ্গিরা৷ তাদের বাধা দেওয়ার আগেই গুলিতে গুরুতর জখম হন জওয়ানরা৷ জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে যান তিন জওয়ান৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জওয়ানের মৃত্যু হয়৷ বাকি দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা প্রসঙ্গে কাশ্মীরের আইজি বিজয়কুমার বলেন, ‘‘এক জওয়ানের মৃত্যু হয়েছে৷ বাকি দুজন গুরুতর জখম অবস্থা হাসপাতালে ভরতি৷’’পুলিশের দাবি, হামলা চালিয়েছে লস্কর-ই-তইবার জঙ্গিরা৷ আপাতত শ্রীনগরের লওয়াইপোরায় ঘটনাস্থলে পাঠান হয়েছে অতিরিক্ত বাহিনীকে৷ জঙ্গিদের খোজে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে তারা৷ এখনও পর্যন্ত হামলাকারীদের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *