ওয়াশিংটন, ২৪ মার্চ (হি.স.): মার্কিন মুলুকে ফের খানিকটা বাড়ল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮,৭০৫ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৩৬ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,৬৩৪,৫৩৪-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৯৩৬ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭০৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৯৩৬ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,৬৩৬,৫৩৪-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৩,০৩৯,৫৮৫ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭০ লক্ষ ৪০ হাজার ০৬৬ জন।