স্ত্রীর পরকিয়া সহ্য করতে না পেরে আত্মঘাতী স্বামী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ মার্চ৷৷ স্ত্রীর অবৈধ প্রেম সহ্য করতে না পেরে ফাঁসিতে আত্মহত্যা করল স্বামী৷ঘটনা কমলাসাগর বিধানসভা ভাটিবাড়ী পঞ্চায়েত এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় কোনাবন পঞ্চায়েতের সনাতন চৌধুরী পাড়া এলাকার সুনীল দেববর্মা(৪৫)বিয়ে করে ভাটিবাড়ী পঞ্চায়েত এলাকার তুলসী দেববর্মাকে ভালোবাসার মাধ্যমে৷


তাদের সংসারে একটি ছেলে একটি কন্যা সন্তান রয়েছে৷ কিন্তু গত কয়েক মাস যাবত সুনীল দেববর্মার স্ত্রী পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে৷ কখনো দেখা যায় সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত৷ আবার কখনো দেখা যায় সংসার ছেড়ে রাতদিন অন্য পুরুষের সাথে রাত কাটায়৷ এই নিয়ে সংসারে অশান্তি নেমে আসে৷ দফায় দফায় সালিশি সভা করার পরও শূর্দায়নি তার স্ত্রী৷ সারাক্ষণ স্বামীর অবর্তমানে পর পুরুষের সাথে কথাবার্তা বলে মোবাইলের মাধ্যমে৷ শুধু তাই নয় পঞ্চায়েতের সভর্া অজুহাত দেখিয়ে পর পুরুষের সাথে রাত কাটায়৷


আর তা সহ্য করতে না পেরে শনিবার সকাল বেলা ভাটিবাড়ী রাবার বাগান এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করে সুনীল দেববর্মা৷ তা নিয়ে গোটা এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে৷ এখন কথা উঠছে পঞ্চায়েত কিংবা দল থেকে তুলসী দেববর্মাকে বহিষ্কার করে কিনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *