এবারও হল না, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন সিন্ধু

লন্ডন, ২১ মার্চ (হি.স.) :  এবারও হল না ইয়োনেক্স অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের গণ্ডি টপকান । আশা জাগিয়েও  সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন না পি ভি সিন্ধু। শনিবার থাইল্যান্ডের পর্নপাওয়ি চোচুয়াংয়ে কাছে মাত্র ৪৩ মিনিটে ২১-১৭, ২১-৯ পয়েন্টে হেরে গেলেন এই ভারতীয় শাটলার ।

এদিন  প্রথম থেকেই পর্নপায়ুই চাপে রেখেছিলেন সিন্ধুকে। প্রথম গেমের শেষদিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন সিন্ধু। প্রথম সেটের শুরুতে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেননি সিন্ধু। সেমিফাইনালের দ্বিতীয় গেমে সিন্ধু কার্যত দাঁড়াতেই পারলেন না। প্রথম গেমে সিন্ধু হেরেছিলেন ১৭-২১। দ্বিতীয় গেমেও দাঁড়াতেই পারলেন না। পর্নপায়ুইয়ের আক্রমণাত্মক স্ট্র্যাটেজির কাছে হার স্বীকার করলেন সিন্ধু। দ্বিতীয় গেমে হারলেন ৯-২১ ফলে। মাত্র ৩০ মিনিটেই অল ইংল্যান্ড সেমিফাইনালের সফর শেষ হয়ে গেল ভারতীয় তারকার।

আর মাত্র তিন মাস পর অলিম্পিক। ফলে এই হার কিছুটা হলেও সিন্ধুর আত্মবিশ্বাসে আঘাত দিতে পারে। এই মুহূর্তে সিন্ধু বিশ্ব ক্রমপর্যায়ে রয়েছেন সাত নম্বরে। আর বিশ্বের ১১ নম্বর শাটলার পর্নপায়ুই। তাঁর থেকে চারধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের কাছে সিন্ধুর এই হার কিছুটা হলেও অপ্রত্যাশিত।

 এর আগে ২০১৮ সালে ইয়ামাগুচির কাছে হেরে অল ইংল্যান্ডের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন সিন্ধু। গতবছর কোয়ার্টার ফাইনালে নাজোমি ওকুহারার কাছে আটকে যান। এদিন ম্যাচের শেষে প্রতিপক্ষের প্রশংসা শোনা গিয়েছে সিন্ধুর মুখে। তিনি বলেন, চোচুযাং দুর্দান্ত খেলেছে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। আমি প্রথম সেটে লড়াই করেছি। তবে দ্বিতীয় সেটে সেভাবে দাঁড়াতে পারিনি। পাশাপাশি বেশ কিছু ভুলও করেছি। শনিবার সিন্ধুর বিদায়ের সঙ্গে সঙ্গে অল ইংল্যান্ডে ভারতের চ্যালেঞ্জও শেষ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *