ওডিশার আঙ্গুলে গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত্যু ৪ জনের

ভুবনেশ্বর, ২১ মার্চ (হি.স.): ওডিশার আঙ্গুল জেলার ঝারাপাড়ার কাছে গ্যাস ট্যাঙ্কারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি অ্যাম্বুলেন্স। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৫৫ নম্বর জাতীয় সড়কে। আঙ্গুলের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, রবিবার সকালে সম্বলপুর থেকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অভিমুখে যাচ্ছিল একটি  অ্যাম্বুলেন্স। একজন রোগীকে নিয়ে যাচ্ছিল  অ্যাম্বুলেন্সটি।


৫৫ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। সংঘর্ষের জেরে  অ্যাম্বুলেন্সের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ৩ জনেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। গ্যাস ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ, গ্রেফতার করা হয়েছে চালককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *