ভোপাল, ২১ মার্চ (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তের জেরে ইন্দোর, ভোপাল এবং জব্বলপুরে এক-দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সেই মতো রবিবার ইন্দোর, ভোপাল ও জব্বলপুরে লাগু থাকল কঠোর লকডাউন। রবিবার ছুটির দিন একেবারে শুনশান ছিল ইন্দোর, ভোপাল এবং জব্বলপুরের রাস্তাঘাট। শুধুমাত্র এই রবিবার নয়, প্রতি রবিবার মধ্যপ্রদেশের এই তিনটি শহরে লাগু থাকবে লকডাউন।
মধ্যপ্রদেশের গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে করোনা-সংক্রমণ। ইন্দোর, ভোপাল এবং জব্বলপুর এই তিনটি শহরেই করোনার সবথেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটছে। তাই প্রতি রবিবার ইন্দোর, ভোপাল ও জব্বলপুরে লাগু থাকল কঠোর লকডাউন। পাশাপাশি এই তিনটি শহরে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল ও কলেজ।