শ্রীনগর, ২১ মার্চ (হি.স.): কাশ্মীর উপত্যকা থেকে পুরোপুরি উধাও হয়ে গেল কনকনে ঠাণ্ডা। কাশ্মীর উপত্যকার সর্বত্র এখন সর্বনিম্ন তাপমাত্রার পারদ হিমাঙ্কের ঊর্ধ্বে, তবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কনকনে না হলেও, এখনও ঠাণ্ডা রয়েছে। রবিবার লেহ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.১ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৩.৬ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ৭.৬ ডিগ্রি। জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং সন্নিহিত এলাকার দিকে এগিয়ে আসছে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা। তাই গুলমার্গ, সোনমার্গ, বারামুল্লা, বান্দিপোরা, কুপওয়ারা, শোপিয়ান, কাজিগুন্দ এবং জম্মু ডিভিশনের পীরপাঞ্জল রেঞ্জে বৃষ্টি এবং উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.৮ এবং গুলমার্গে ২.০ ডিগ্রি। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি।