দুই মন্ডল সভাপতিসহ ১১ জন নেতৃত্বকে দল থেকে বরখাস্ত করল বিজেপি

আগরতলা, ১৮ মার্চ (হি.স.)৷৷ দল বিরোধী কার্যকলাপের দায়ে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি ১১ জন বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাকে ছয় বছরের জন্য বরখাস্ত করেছে৷ আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই খবর দিয়েছেন৷ তাঁর কথায়, দলীয় অনুশাসনের উর্ধে কেউ নন৷ কারণ বিজেপিতে কোনও ব্যক্তি মুখ্য নয়৷


এদিন তিনি বলেন, সম্প্রতি একাংশ পদাধিকারী ও কার্যকর্তা দলীয় অনুশাসনের বাইরে গিয়ে দলের ভাবমূর্তি কলুষিত করার পাশাপাশি দলকে হেয় প্রতিপন্ন করার নোংরা কাজে লিপ্ত হয়েছেন৷ তাই তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, দল-বিরোধী কাজের দায়ে ১১ জন বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাকে ছয় বছরের জন্য বরখাস্ত করা হয়েছে৷

তিনি জানান, অম্পিনগরের জনজাতি মোর্চার সদস্য মঙ্গলসিং কলই, রাইমাভ্যালি মণ্ডল সভাপতি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলা সহ-সভাপতি বিকাশ চাকমা, পেচারথল মণ্ডল সাধারণ সম্পাদক ডি কে কুমার রিয়াং, ছামনু মণ্ডল সদস্য রতনজয় ত্রিপুরা, এসসি মোর্চার সদস্য দুলাল দাস, এসসি মোর্চার ধলাই জেলা সভাপতি সুকমল বিশ্বাস, করমছড়া মণ্ডল সদস্য তপন রায়, করমছড়া মণ্ডল সভাপতি জোসেফ লাল ফামকিমা, কৃষ্ণপুর মণ্ডলের মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা সুকুমতি দেববর্মা এবং আমবাসা মণ্ডলের শক্তিকেন্দ্র প্রভারি ব্রজেন্দ্র দেববর্মাকে বহিষৃকত করা হয়েছে৷


সুব্রতবাবু বলেন, তাঁরা বিজেপি-র বিরুদ্ধে অপপ্রচার করছেন৷ শুধু তা-ই নয়, দলীয় আদেশ লঙ্ঘন করে নির্দল প্রার্থী হচ্ছেন, প্রার্থীর পক্ষে প্রচার করছেন৷ তাই, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, বিজেপি-তে ব্যক্তি মুখ্য নয়, দলই প্রধান৷ সাথে তিনি দাবি করেন, এডিসি নির্বাচনের প্রাক-মুহূর্তে এই কঠোর সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ ড্যামেজ কন্েন্টালে সহায়ক হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *