২৪ ঘন্টায় মৃত্যু ১,৭০৫ জনের, আমেরিকায় করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখীই

ওয়াশিংটন, ১৯ মার্চ (হি.স.): আমেরিকায় ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুতেও রাশ টানা যাচ্ছে না। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,৬২৯ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,৭০৫ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,৩৫৮,৮৮০-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৭০৫ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৪৭০ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬২৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১,৭০৫ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,৩৫৮,৮৮০-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,৫২৩,৭৯৯ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭২ লক্ষ ৮২ হাজার ৬১১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *