ব্রাজিলের করোনা-পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ২৪ ঘন্টায় মৃত্যু ২,৬৫৯ জনের

রিও ডি জেনেইরো, ১৯ মার্চ (হি.স.): ব্রাজিলের করোনা-পরিস্থিতি প্রতিদিনই চিন্তা বাড়াচ্ছে। দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ব্রাজিল। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ২ হাজার ৬৫৯ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭,১৬৯ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৮৭ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ব্রাজিলে নতুন করে ২ হাজার ৬৫৯ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ৭৯৫-তে পৌঁছেছে।
সংক্রমিত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৮৭,১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১১,৭৮৭,৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০,৩৩৯,৪৩২ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১৬০,৩৭৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *