মুম্বই ও নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): সংক্রমিত ছিলেন করোনাভাইরাসে, চিকিৎসা চলছিল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ গান্ধী। বুধবার নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন দিলীপ গান্ধী।
খুব সম্প্রতি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল দিল্লির হাসপাতালে। বুধবার ৬৯ বছর বয়সে জীবনাবসান হয়েছে তাঁর। ১৯৮০ সালে কর্পোরেটর হিসেবে রাজনৈতিক জীবনে দিলীপ গান্ধীর পথচলা শুরু হয়েছিল। ১৯৯৯ থেকে তিন-বার মহারাষ্ট্রের আহমেদনগর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি।