আমেরিকায় ফের বাড়ল করোনা-সংক্রমণ, ২৪ ঘন্টায় মৃত্যু ১,২৪৮ জনের

ওয়াশিংটন, ১৭ মার্চ (হি.স.): আমেরিকায় ফের অনেকটাই বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যুর সংখ্যাও। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩,২৩১ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,২৪৮ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,২৩১,৫৫০-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১,২৪৮ বেড়ে আমেরিকায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৩৬৭ জনের।

জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৩১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১,২৪৮ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,২৩১,৫৫০-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,৩৫৮,৪৬৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *