ছত্তরপুর, ১৭ মার্চ (হি. স.) : মধ্যপ্রদেশের ছত্তরপুরের ভিড় রাস্তায় স্থানীয় কংগ্রেস নেতাকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য । বুধবার দুপুরে ইন্দ্র প্রতাপ পরমার (৪৫)-র উপর কয়েকজন আততায়ী এই হামলা চালায়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে ছয়জন আততায়ীকে চিহ্নিত করা হয়েছে । দুস্কৃতীদের খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও করেছে পুলিশ।
জানা গিয়েছে, ছত্তরপুরের গুভারা ব্লকের সভাপতি প্রতাপ সিং পরমার এদিন দুপুরে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় আচমকাই তাঁর উপর চড়াও হয় ছয়জন দুষ্কৃতী। বাইকে চেপে এসে তাঁরা প্রতাপকে ঘিরে ধরেন ও গুলি চালান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই কংগ্রেস নেতা। গুলির আওয়াজে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আততায়ীরা পালিয়ে যাওয়ার পরই ঘটনাস্থানে উপস্থিত লোকজন ওই কংগ্রেসকর্মীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতাপের মৃত্যুর পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। তাঁর পরিবারের লোকজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। ময়নাতদন্তের পর কড়া পুলিশি নিরাপত্তায় প্রতাপের মৃতদেহ পাঠিয়া গ্রামে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, পুরনো কোনও শত্রুতার জেরেই ওই কংগ্রেসকর্মীকে খুন করা হয়েছে । সম্পূর্ণ ঘটনার তদন্তের জন্য ১৫ সদস্যের একটি পুলিশ দল গঠন করা হয়েছে ও অভিযুক্তদের খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে