নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ দশ দফা দাবীতে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তকার এর নিকট ডেপুটেশন প্রদান করা হয় এবং ঘেরাও করা হয়৷ জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে ডেপুটেশনের পূর্বে কংগ্রেস কর্মীরা কৈলাসহরের জেলা কংগ্রেস অফিস থেকে এক মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্ত দপ্তরের অফিসে এসে ডেপুটেশনে মিলিত হয়৷
পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তকারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা৷ মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক বিরজিত সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, রুনু মিঞা, চন্দ্রশেখর সিনহা সহ আরও অনেকে৷ ডেপুটেশন শেষে জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান বলেন, হীরাছড়া এনবিসিসি রাস্তা থেকে ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অব্দি রাস্তায় মেটেলিং কার্পেটিং এর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, কৈলাসহরের ডাক বাংলো থেকে রাংগাউটি অব্দি রাস্তা প্রশস্ত করার কাজ দ্রুত শুরু করতে হবে, টিলাবাজার এলাকায় জল নিস্কাশনের জন্য ড্রেইনের কাজ শুরু করতে হবে, টিলাবাজার থেকে সফরিকান্দি অব্দি ড্রেইনের কাজ শুরু করতে হবে, শ্রীরামপুর থেকে মূর্তিছড়া অব্দি বেহাল রাস্তার কাজ অবিলম্বে শুরু করতে হবে, কৈলাসহর পুর পরিষদের সতেরো নং ওয়ার্ড এলাকায় বেহাল রাস্তার কাজ এবং ড্রেইনের কাজ অবিলম্বে শুরু করতে হবে৷
এছাড়াও উনি বলেন, ইদানীং ভারত সরকার বিশেষ ভাবে ঊনকোটি জেলার উন্নয়নে বাজেটের বাইরে একশো কোটি টাকা দিলেও মাত্র সাত কোটি টাকার কাজের টেন্ডার ডেকে দপ্তর নীরব হয়ে রয়েছে৷ টাকা হাফিজ করার চেস্টা হচ্ছে বলেও বদরুজ্জামান অভিযোগ করেন৷ জেলা কংগ্রেসের দাবী মতো দপ্তরের পক্ষ থেকে যদি আগামী একমাসের মধ্যে কাজ শুরু না করা হয় তাহলে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুমকি দেন বদরুজ্জামান এলাকা ও এলাকাবাসির সার্বিক কল্যাণে তারা আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর বলেও তারা জানান৷