বিভিন্ন দাবীতে আশা কর্মীদের মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ আশা কর্মী ও আশা সহযোগীদের সরকারি কর্মচারি ঘোষণা করে প্রতিমাসে নূন্যতম ১৮ হাজার টাকা এবং আশা সহযোগীদের ২৪ হাজার টাকা ন্যূনতম বেতন প্রদান করা, আশা কর্মী ও আশার সহযোগীদের কুড়ি দিনের পরিবর্তে ৩০ দিনের কাজ প্রদান, প্রত্যেক মাসের ইনটেনসিভ যাতে প্রতিমাসে প্রদান করা হয় সহ ১২ দফা দাবিতে সোমবার ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা আশা কর্মী সংঘ৷


এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে একদিবসীয় ধর্না ও রেলি সংঘটিত করে আশা কর্মী ও সহযোগীরা৷ রেলিটি শহর পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়৷ সেখানে এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন৷ পেশাগত ও সামাজিক সুরক্ষার বিষয়গুলি নিয়ে দাবিগুলি পেশ করা হয় জেলা প্রশাসকের কাছে৷ সর্বভারতীয় নটি দাবির সঙ্গে স্থানীয় তিনটি দাবি পেশ করা হয়৷ সরকারকে দাবিগুলির প্রতি গুরুত্ব বিবেচনা করে পদক্ষেপ নেবে বলে আশা ব্যক্ত করেন বি এম এস র সহ-সভানেত্রী দেবশ্রী কলই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *