বোধজংনগরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বোধজং নগর থানা এলাকার যাত্রাবাড়ী ব্রিজ সংলগ্ণ এলাকার একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃত ব্যক্তির নাম আশিস চৌধুরী৷জানা যায় তিনি আজ সকালে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন৷ প্রাতঃভ্রমণে গিয়েই যাত্রাবাড়ী ব্রিজ সংলগ্ণ এলাকার একটি গাছে ফাঁসিতে আত্মহত্যা করেন ওই ব্যক্তি৷ পথচারীরা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন৷


খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন৷ তারপরে খবর পাঠানো হয় বোধজ জং নগর থানার পুলিশকে৷খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ খয়ের পুর এর যাত্রাবাড়ী এলাকায় ফাঁসিতে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *