নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের ওরিয়েন্টে চৌমুহনীতে ড্রেনে কাজ করতে গিয়ে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছে এক শ্রমিক৷সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন৷ অচৈতন্য হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে উপরে তোলা হয়৷ ঘটনার পর পরই স্থানীয় লোকজন ভির জমান৷
খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷
ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় ড্রেনের কাজ করতে গিয়ে অক্সিজেনের অভাবেই ড্রেনের ভেতরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শ্রমিক৷ ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে জিবি হাসপাতাল গুরুতর আহত শ্রমিক দুলাল দাস চিকিৎসাধীন৷ তার বাড়ি প্রতাপগড় এলাকায়৷ব্রেনে কাজ করতে গিয়ে শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷