২৪ ঘন্টায় ২০-লক্ষাধিক টিকাকরণ, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ১,৫৮,৪৪৬

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে রোজই চিন্তা বাড়ছে দেশবাসীর। দৈনিক করোনা-আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। শুক্রবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৮২ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৪০ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৯,৯৫৭ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৯,৭৩,২৬০ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪,৮৮২ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ৭২৮-এ পৌঁছে গিয়েছে।
শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৯,৯৫৭ জন। সুস্থতার তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। ১৪০ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৮,৪৪৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ০২ হাজার ০২২ জন (১.৭৮ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৪,৭৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার ৪৫৭ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২০,৫৩,৫৩৭ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *