রাজ্যেও মহা শিবরাত্রি পালনে প্রস্তুতি চূড়ান্ত

আগরতলা, ১০ মার্চ (হি. স.) : মহা শিবরাত্রি উদযাপনে ত্রিপুরায় জোর প্রস্তুতি চলছে৷ তবে, করোনা-র ভয়ে সতর্কতামূলক পদক্ষেপ-র জন্য মেলা-র আয়োজনে হলেও লোক সমাগম নিয়ে দুশ্চিন্তায় আয়োজক-রা৷


ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে মহা ধুমধামে এবং গভীর শ্রদ্ধার সাথে শিবরাত্রি পালিত হয়৷ সেন্ট্রাল রোড শিববাড়িতেও আয়োজন-র প্রস্তুতি চলছে জোর কদমে৷ মন্দিরের প্রধান পুরোহিত বলেন, আগামীকাল দুপুর ২টা ৪৪ মিনিটে শিবরাত্রি ব্রত ও পূজা শুরু হবে৷ শুক্রবার ২টা ৪৩ মিনিটে সমাপ্ত হবে৷ ফলে, বৃহস্পতিবার মহাদেব-র বিশেষ পূজাগুলি যথা সময়ে নির্বিঘ্নে সম্পন্ন হবে৷ তিনি জানান, আগামীকাল রাত ১০টা নাগাদ সন্ধ্যা আরতি হবে৷ পরদিন ভোর ৪টা নাগাদ বিশেষ পূজা অনুষ্ঠিত হবে৷
তাঁর কথায়, মহা শিবরাত্রি উপলক্ষ্যে মেলা-র আয়োজন করা হয়েছে৷ পাশাপাশি, করোনা মহামারীর পরিস্থিতি-তাই শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে৷ অন্যান্য বছরের মতোই ভক্ত-রা মহাদেব-র পূজার্চনা করতে পারবেন৷


তিনি বলেন, কোবিড সংক্রান্ত নির্দেশিকা মেনে শিবরাত্রি পালিত হবে৷ এদিকে, অরুন্ধুতিনগর ক্যাম্পেব বাজারস্থিত দীনদয়াল আশ্রমেও মহা শিবরাত্রি উদযাপনের বিরাট আয়োজন করা হয়েছে৷ আজ সন্ধ্যা-য় মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পূজা-র সূচনা হবে৷ মেলা-র আয়োজন হয়েছে আশ্রম প্রাঙ্গনে৷ আগামী ১৪ মার্চ এই উৎসবের সমাপ্তি হবে বলে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *