তিরুবনন্তপুরম, ১০ মার্চ (হি.স.): কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ এপ্রিল। দক্ষিণ ভারতের এই রাজ্যে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করছে সিপিআই (এম)। বুধবার কেরল বিধানসভা নির্বাচনের জন্য ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল সিপিআই (এম)। সিপিআই (এম)-এর প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, এবারের বিধানসভা নির্বচনে ধর্মডম থেকে লড়বেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা লড়বেন মাত্তান্নুর বিধানসভা আসন থেকে এবং থাভানূর আসন থেকে লড়বেন কে টি জলীল।
কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন, কেরলে বিধানসভা আসনের সংখ্যা ১৪০ (এসসি-১৪ এবং এসটি-২)।