প্রার্থীদের ফৌজদারী মামলা ও আর্থিক অবস্থার পর্যালোচনায় এডিআর

অশোক সেনগুপ্ত

কলকাতা, ১০ মার্চ (হি. স.) : ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) ২০০৪ সাল থেকে পশ্চিমবঙ্গের লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রার্থী, সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারী মামলা ও তাদের আর্থিক অবস্থার পর্যালোচনা ও বিশ্লেষণ করেছে।বুধবার উদ্যোক্তা সংগঠনের রাজ্য সংযোজক উজ্জয়িনী হালিম ‘হিন্দুস্থান সমাচার’-কে এই তথ্য জানান। 

বিশ্লেষণগুলি পশ্চিমবঙ্গের ২০০৬, ২০১১ ও ২০১৬র বিধানসভা নির্বাচন এবং ২০০৪, ২০০৯, ২০১৪ ও ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বা পরে উপনির্বাচনের জন্য প্রার্থীদের জমা দেওয়া হলফনামার ভিত্তিতে তৈরী।  

সমীক্ষায় ২০০৪ সাল থেকে পশ্চিমবঙ্গের লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৬১৬৩ জন প্রার্থী ও ১০৮১ জন সাংসদ ও বিধায়কের হলফনামা পর্যালোচনা করা হয়েছে।

ফৌজদারী মামলায় অভিযুক্ত প্রার্থী: যে ৬১৬৩ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করা হয়েছে তাঁদের মধ্যে ১১২১ জন (১৮%) প্রার্থীর বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজদারী মামলা রয়েছে। গুরুতর ফৌজদারী মামলায় অভিযুক্ত প্রার্থী হিসাবে যে ৬১৬৩ জন প্রার্থীর হলফনামা বিশ্লষণ করা হয়েছে তাঁদের মধ্যে ৮৩৩ জন (১৪%) প্রার্থীর বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন গুরুতর ফৌজদারী মামলা রয়েছে। 

ফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদ ও বিধায়কদের সংখ্যা: ২০০৪ সাল থেকে বিজয়ী যে ১০৮১ জন সাংসদ ও বিধায়কদের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে তাঁদের মধ্যে ৩১০ জনের (২৯%) বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজদারী মামলা এবং ২৩৮ জনের (২২%) বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন গুরুতর ফৌজদারী মামলা রয়েছে।

আর্থিক অবস্থা: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের গড় সম্পদ : ২০০৪ সাল থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী যে ৬১৬৩ জন প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে তাদের গড় সম্পদ ১.১৬ কোটি টাকা। 

সাংসদ ও বিধায়কদের গড় সম্পদ : ২০০৪ সাল থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৮১ জন সাংসদ ও বিধায়কদের গড় সম্পদ ১.০৪ কোটি টাকা। 

দলগতভাবে ঘোষিত ফৌজদারী মামলায় অভিযুক্ত প্রার্থী (২০০৪ সালের পর)— বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭৭৪ জন প্রার্থীর মধ্যে ১৮০ জন (২৩%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৯৩ জন প্রার্থীর মধ্যে ১৩৮ জন (৩৫%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮৮২ জন প্রার্থীর মধ্যে ২৭৬ জন (৩১%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

সিপিআই (এম) টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭১৬ জন প্রার্থীর মধ্যে ১৫৬ জন (২২%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

বিএসপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৫৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জন (৪%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

সিপিআই-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫৪ জন প্রার্থীর মধ্যে ৮ জন (১৫%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২৫২ জন প্রার্থীর মধ্যে ১৪৬ জন (১২%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। 

দলগতভাবে ঘোষিত গুরুতর ফৌজদারী মামলায় অভিযুক্ত প্রার্থী (২০০৪ সাল থেকে)— বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭৭৪ জন প্রার্থীর মধ্যে ১৩২ জন (১৭%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৯৩ জন প্রার্থীর মধ্যে ৯৪ জন (২৪%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮৮২ জন প্রার্থীর মধ্যে ২০২ জন (২৩%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

সিপিআই(এম) টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭১৬ জন প্রার্থীর মধ্যে ১১২ জন (১৬%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

বিএসপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৫৮ জন প্রার্থীর মধ্যে ১৪ জন (৩%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে

সিপিআই-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫৪ জন প্রার্থীর মধ্যে ৫ জন (৯%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে

নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২৫২ জন প্রার্থীর মধ্যে ১১৯ জন (১০%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে। 

দলগতভাবে ঘোষিত ফৌজদারী মামলায় অভিযুক্ত সাংসদ ও বিধায়ক— বিজেপির টিকিটে নির্বাচিত ২৯ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ১৭ জন (৫৯%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচিত ১২৭ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৫৫ জন (৪৩%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত ৫৩০ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ১৭১ জন (৩২%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

সিপিআই(এম) টিকিটে নির্বাচিত ২৭৪ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৪১ জন (১৫%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে,

নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত ১০ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৬ জন (৬০%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে

দলগতভাবে ঘোষিত গুরুতর ফৌজদারী মামলায় অভিযুক্ত সাংসদ ও বিধায়ক— বিজেপির টিকিটে নির্বাচিত ২৯ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ১৪ জন (৪৮%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচিত ১২৭ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৪০ জন (৩১%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত ৫৩০ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ১৩১ জন (২৫%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

সিপিআই(এম) টিকিটে নির্বাচিত ২৭৪ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৩২ জন (১২%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে,

নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত ১০ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৬ জন (৬০%) নিজেরা ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে

আর্থিক অবস্থা (জাতীয় দলগুলির, ২০০৪ সাল থেকে):

দলগতভাবে প্রার্থীদের ঘোষিত গড় সম্পদ : 

জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৯৩ জন প্রার্থীর গড় সম্পদ ১.১৩ কোটি টাকা

বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭৭৪ জন প্রার্থীর গড় সম্পদ ৬৪.৩৬ লক্ষ টাকা

তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮৮২ জন প্রার্থীর গড় সম্পদ ১.৩০ কোটি টাকা

সিপিআই(এম) টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭১৬ জন প্রার্থীর গড় সম্পদ ৩৫.৪৬ লক্ষ টাকা

নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২৫২ জন প্রার্থীর গড় সম্পদ ৩.৪০ কোটি টাকা।

দলগতভাবে নির্বাচিত সাংসদ ও বিধায়কের ঘোষিত গড় সম্পদ— জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচিত ১২৭ জন সাংসদ ও বিধায়কের গড় সম্পদ ১.১৮ কোটি টাকা,

বিজেপির টিকিটে নির্বাচিত ২৯ জন সাংসদ ও বিধায়কের গড় সম্পদ ২.২৭ কোটি টাকা,

তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত ৫৩০ জন সাংসদ ও বিধায়কের গড় সম্পদ ১.৫৫ কোটি টাকা

সিপিআই(এম) টিকিটে নির্বাচিত ২৭৪ জন সাংসদ ও বিধায়কের গড় সম্পদ ২২.৩৭ লক্ষ টাকা,

নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত ১০ জন সাংসদ ও বিধায়কের প্রার্থীর গড় সম্পদ ২১.৬৭ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *