লখনউ, ৭ মার্চ (হি.স.) : হার দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক অভিযান শুরু করল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে একতরফা হারতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। রবিবার অনায়াসেই ভারতের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য পূরণ করেন জয় হাসিল করেদক্ষিণ আফ্রিকা এদিন ২ উইকেটের বিনিময়েই ৪০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৮ রান তুলে নেন লিজেল-লরারা ।
লকডাউনের পর মিতালি রাজদের এটাই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। রবিবার লখনউয়ের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। ক্যাপ্টেন মিতালি ৫০ রান করে সাজঘরে ফেরেন। ৮৫ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। মিতালি ও হরমনপ্রীত ছাড়া বলার মত রান করেছেন শুধু দীপ্তি শর্মা। তিনি ২৭ রানের যোগদান রাখেন। জেমিমা রডরিগেজ ১, স্মৃতি মন্ধনা ১৪, পুণম রউত ১০ ও ঝুলন গোস্বামী ৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন শাবনিম ইসমাইল।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৮ রান তুলে নেয়। লিজেল লি ৮৩ রান করে অপরাজিত থাকেন। ৮০ রান করে আউট হন লরা। ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার ২টি উইকেটই নিয়েছেন ঝুলন। ম্যাচের সেরা হয়েছেন ইসমাইল। দক্ষিণ আফ্রিকা এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়।