প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিত

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে প্রভিডেন্ট ফান্ডের সুদের অপরিবর্তিত রাখল কেন্দ্র । ফলে ২০২০-২১ সালের আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সাড়ে আট শতাংশই থাকছে। তার আগের আর্থিক বছরেও সুদের হার একই ছিল। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার বৃহস্পতিবার জানিয়েছেন, শ্রীনগরে পিএফের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জল্পনা ছিল যে অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো  প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমাবে ইপিএফও। কিন্তু সেই জল্পনাকে ভুল প্রমাণ করে ইপিএফও জানাল যে তারা ৮.৫ শতাংশ হারেই জমানো অর্থের ওপর সুদ দেবে চলতি অর্থবর্ষে। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে আপনার যে  টাকা থাকে, তার ওপর আগের বছরের মতই সাড়ে আট শতাংশ সুদ পাবেন। বর্তমানে পাঁচ কোটি মানুষের অর্থ জমা আছে প্রভিডেন্ট ফান্ডে।

বৃহস্পতিবার বৈঠক হয় ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের। সেখানেই ঠিক করা হয় যে একই হারে সুদ দেওয়া হবে। শ্রীনগরে হওয়া এই বৈঠকের আগে অবশ্য জল্পনা অন্য ছিল। যেই হারে মানুষ টাকা তুলেছে ও করোনার মধ্যে টাকাও অনেক কম জমা পড়েছে,  সেই জন্যই এই জল্পনা চলছিল।

প্রসঙ্গত, ২০১৮-১৯ সালে ৮.৬৫ হারে সুদ দিয়েছিল ইপিএফও। এরপর গত আর্থিক বছরে ৮.৫ শতাংশ করে দেওয়া হয় সুদের হার, যেটা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এবার অবশ্য সেটাই ধরে রাখা হল। ২০১৫-১৬ সালেই এটা ছিল ৮.৮ শতাংশ। এর আগে ২০১১-১২ সালে ৮.২৫ শতাংশ ছিল সুদের হার। সেই রকম কম সুদ অবশ্য এই যাত্রায় পেতে হবে না গ্রাহকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *