ইমফল, ৪ মার্চ (হি.স.) : করোনা-র প্রকোপ কাটিয়ে মণিপুরে আগামী ৮ মার্চ থেকে পুনরায় চালু হচ্ছে বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন। আজ বৃহস্পতিবার শিক্ষা দফতর এই সংবাদ জানিয়েছে। সাথে আরও জানিয়েছে, ছাত্রছাত্রীদের বার্ষিক মূল্যায়নের জন্য বিদ্যালয়গুলি নিজস্ব পদ্ধতি তৈরি করবে।
শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষার অধিকার আইনের ২৯ ধারা অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ পাঠ্যক্রম এবং মূল্যায়ন প্রক্রিয়া নির্ধারণ করবেন। এ-ক্ষেত্রে পঞ্চম শ্রেণি ছাত্রছাত্রীদের মূল্যায়ন বাড়িতে পঠন-পাঠনের ভিত্তিতে করতে হবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, মণিপুর মধ্যশিক্ষা পর্ষদ এবং মণিপুর উচ্চশিক্ষা পরিষদের অধীনস্থ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ ৫ এপ্রিল থেকে শুরু হবে। শুধু তা-ই নয়, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষা মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। এছাড়া, ২০২০-২১ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বিশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে এককালীন উত্তীর্ণের সুযোগ দেওয়া হবে।