বিজেপির কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটির বৈঠক, রয়েছেন মোদী-শাহ, আজই চূড়ান্ত হবে প্ৰাৰ্থী তালিকা

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : অসম প্ৰদেশ বিজেপি এবং শরিক দলের নেতাদের সঙ্গে কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটির বৈঠক শুরু হয়েছে। আজই বৈঠকে চূড়ান্ত হবে অসমের প্ৰাৰ্থী তালিকা। বিজেপির সর্বভারতীয় সদর  দফতরে অনুষ্ঠিত বৈঠকে রয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া, অসমে দলের প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস, অসম বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণী শর্মা, অগপ সভাপতি অতুল বরা, কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্তরা।

গত বুধবার থেকে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোবাল, মন্ত্ৰী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স  (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শৰ্মা, প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস, অগপ-ইউপিপিএল-এর প্রথমসারির বেশ কয়েকজন নেতা। আসন বাটোয়ারা নিয়ে তাঁরা একের পর এক ম্যারাথন বৈঠকে মিলিত হচ্ছেন কেন্দ্ৰীয় নেতৃত্বের সঙ্গে।

এদিকে জেপি নাড্ডার সঙ্গে একান্ত বৈঠক শেষে অসমে দলের সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শৰ্মার ধারণা, কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটির বৈঠকে আজ রাতেই আসন বাটোয়ারা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে। অন্যদিকে আগামীকাল অসমের প্রার্থী তালিকায় কেন্দ্রীয় কমিটি সিলমোহর দেবে এবং এর পরই তা প্রকাশ করা হবে বলে জানান দিলীপ শইকিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *