শিক্ষক বদলির প্রতিবাদে উত্তাল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ইংরেজি বিষয়ের বিষয় শিক্ষিকা বদলির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়৷ সংবাদ সূত্রে জানা গেছে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ইংরেজি বিষয়ের শিক্ষিকা সুমিতা মল্লকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে৷ এই খবর চাউর হতেই ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


ছাত্র-ছাত্রীরা জানাই সুকলে ইংরেজি বিষয়ের বিষয়ের শিক্ষক এর ঘাটতি রয়েছে৷ আরো শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছে ছাত্রছাত্রীরা৷অতিরিক্ত শিক্ষক নিয়োগের বদলে সুকল থেকে ইংরেজি বিষয়ের শিক্ষক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ছাত্র-ছাত্রীরা জানায় সামনেই তাদের পরীক্ষা৷


এই মুহূর্তে ইংরেজি বিষয়ে শিক্ষিকাকে বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া হলে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে৷ বিষয়টি বিবেচনা করে বদলীর আদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা৷শিক্ষক বদলির প্রতিবাদে এদিন তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে৷ ঘটনার খবর পেয়ে সুকল উন্নয়ন কমিটির কর্মকর্তা সহ স্থানীয় নেতারা ছুটে আসেন৷ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তারা৷সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা৷শিক্ষিকা বদলির আদেশ প্রত্যাহার করে নেওয়া এবং নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷