নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ পূর্ব বামুটিয়া পঞ্চায়েত উপ-প্রধানের সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা৷ উপ প্রধানের নাম মঞ্জু বিশ্বাস৷ জানা যায় তিনি শনিবার বাড়ি থেকে পঞ্চায়েত অফিসের উদ্দেশ্যে আসছিলেন৷ রাস্তায় বাইক নিয়ে এসে দুই যুবক তার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায়৷ চিৎকার শুনে আশপাশের লোকজন বেরিয়ে আসেন৷ ছিনতাইকারীরা বাইক নিয়ে চম্পট দিতে সক্ষম হয়৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাওয়া সোনার চেইন উদ্ধার কিংবা ছিনতাইকারীদের আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷পথচারীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

