রোগীর টাকা চুরির অভিযোগে ধৃত যুবক ক্যান্সার হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ ক্যান্সার হাসপাতালে কাজ করতে আসা এক মহিলা কর্মী থেকে টাকা চুরি এবং রোগী নিয়ে আসা গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে৷ আটক যুবকের নাম আলম মিয়া৷ ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রোগী এবং তাদের পরিবারের লোকজনদের কাছ থেকে টাকা চুরির ঘটনার অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে৷ তাতে নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে৷ বুধবার ক্যান্সার হাসপাতাল এ সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক চোরকে আটক করা হয়েছে৷ জানা যায় ক্যান্সার হাসপাতালে কাজ করতে আসা মহিলারা বেড রুমের ভিতর রেখে কাজ করছিলেন৷ এক মহিলা কর্মীর প্যাকেট ৫০০০ টাকা ছিল৷

কাজ শেষ করে বাড়ি ফেরার সময় লক্ষ্য করেন তার ব্যাগে টাকা নেই৷ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে৷ সে অনুযায়ী চোরকে আটক করা হয়েছে৷জানা যায় আলম মিয়া লন্ডিতে কাজ করে৷ লন্ডি থেকে কাপড় দিতে এসে ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে৷ শুধু তাই নয় রোগী নিয়ে আসা একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করে ওই চোর৷ সিসিটিভি ফুটেজে তাও ধরা পড়েছে৷ সে অনুযায়ী চোর আলম মিয়াকে আটক করা হয়৷ তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মী থাকলেও তাদের চোখে ধুলো দিয়ে এ ধরনের কাজকর্ম অব্যাহত রয়েছে৷ আটক চোরের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷