নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে বুধবার দমন বিরোধী রেলি সংগঠিত করেছে সংযুক্ত কিষান মোর্চা৷রিলিটি সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য কৃষক আন্দোলন কারীদের উপর এবং তার সমর্থনকারীদের উপর ক্রমাগত আক্রমণ সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷
দমন-পীড়ন নীতির আশ্রয় নিয়ে কৃষক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়াই তাদের মূল লক্ষ্য বলে অভিযোগ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের আচরণের প্রতিবাদে গোটা দেশজুড়ে বুধবার দমন বিরোধী দিবস পালন করা হয়৷ এর অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও সংযুক্ত কিষান মোর্চা দমন বিরোধী দিবস পালন করে৷
দমন বিরোধী দিবস পালন উপলক্ষে রাজধানী আগরতলা শহরে এক রেলি সংগঠিত করা হয়৷ রেলের অগ্রভাগে ছিলেন কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর,প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ দমন বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত রেলিতে অংশগ্রহণ করে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষক আন্দোলন স্তব্ধ করে দেয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে তার প্রতিবাদ জানাতেই রাজধানী আগরতলা শহর শহরের অন্যান্য স্থানে এ ধরনের আয়োজন করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের দমন-পীড়ন নীতির প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন পবিত্র বাবু৷ কেন্দ্রীয় সরকার অবিলম্বে কৃষক আন্দোলন স্তব্ধ করা থেকে বিরত না থাকলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

