নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): শত্রুমনোভাবাপন্ন পাকিস্তানকে সৌজন্যের বার্তা দিয়ে নজির গড়ল ভারত। ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার শ্রীলঙ্কা যাওয়ার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। সূত্রের খবর, শ্রীলঙ্কা যাওয়ার পথে ভারতীয় আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিমানকে। এই সৌজন্যের পরিচয় দিয়ে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে নজির গড়ল ভারত।
২০১৯ সালে, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ‘অজুহাত’ দেখিয়ে আমেরিকা এবং সৌদি আরব যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত করেনি পাকিস্তান। কিন্তু, পাকিস্তানকে সৌজন্যের বার্তা দিয়ে ভারত নজির গড়ল।