৭ দফা দাবীতে জেলা শাসকের কাছে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মী সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের পক্ষ থেকে ৭দফা দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের কাছে  ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা আগরতলা শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠত করেন৷অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত৷


এসব সমস্যা সমাধানের জন্য বারবার সরকারের কাছে দাবি জানানো সত্ত্বেও সমস্যাবলীর সমাধান করা হয়নি৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা৷ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের পক্ষ থেকে বৃহস্পতিবার সারা রাজ্যে ৭দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷ আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান করা হয়৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠত করেন৷


 মিছিল শেষে এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পেশ করেন৷দাবি সনদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী৷ তিনি বলেন রাজ্যে ১৯ হাজার অঙ্গনওয়াড়ি  কর্মী কর্মরত রয়েছেন৷ দীর্ঘদিন ধরে তারা কাজ করে চলেও তাদেরকে নিয়মিত করা হচ্ছে না৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি দাবি জানিয়েছেন৷সমস্ত সামাজিক সুরক্ষা ,পেনশন ,গ্রাচুইটি ,মেডিকেল লিভ ইত্যাদি অঙ্গনওয়াড়ি কর্মীদের  দিতে হবে৷ তিনি অভিযোগ করেন রাজ্য সরকার শেয়ারের টাকা বন্ধ করে দিয়েছে৷ শুধুমাত্র কেন্দ্রীয় অনুদানের টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলো চলছে৷


অবিলম্বে রাজ্য সরকারকে শেয়ারের টাকা দেওয়ার জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷ তিনি আরো বলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা বাধ্যতামূলকভাবে ৬টি পরিষেবা প্রদান করছেন৷ শুধু তাই নয় করোনা পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করতে হয়েছে৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি সনদ পেশ করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী জানিয়েছেন সরকার এই দাবিগুলি অবিলম্বে পূরণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷