আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ মাফিয়া দমনে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বড় সাফল্য পেয়েছে৷ আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণের কাজে ওড়িশার এক ঠিকেদারকে হুমকি, মারধর এবং তোলা আদায়ের অভিযোগে পুলিশ রঞ্জন নাগ এবং শিবু মালাকার নামের কুখ্যাত দুজনকে গ্রেফতার করেছে৷
তারা এয়ারপোর্ট এলাকায় মাফিয়া হিসেবে পরিচিত৷ শিবু মালাকার অসুস্থ এবং আইজিএম হাসপাতালে ভরতি থাকার কারণে আজ তাকে আদালতে সোপর্দ করতে পারেনি পুলিশ৷ তবে, রঞ্জন নাগকে আদালতে পেশ করে পুলিশ তিনদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ আদালত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷
এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, ওই দুজনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৮৭, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে৷ গতকাল গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ দুজনকে গ্রেফতার করেছে৷ কিন্তু শিবু মালাকার অসুস্থ হওয়ায় তাকে আইজিএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তিনি জানান, ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে পুলিশ শিবু মালাকারকেও আদালতে সোপর্দ করতে চেষ্টা করবে৷
প্রসঙ্গত, জমির দালালি, মাফিয়ারাজ সমাজ ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করছে তারা৷ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ বিশেষ করে জমির দালালি অনেকের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে৷ নতুন কোনও নির্মাণকাজ শুরু হলেই সেখানে মাফিয়ারা থাবা বসাচ্ছে৷ মোটা টাকা তাদেরকে দেওয়া না হলে ভয়ভীতি প্রদর্শন, মারধর রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এই পরিস্থিতি থেকে জনগণকে নিরাপত্তা প্রদানে কঠোর হয়েছে ত্রিপুরা সরকার৷ ক্রাইম ব্রাঞ্চকে এ-বিষয়ে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে৷ মাফিয়া দমনে ক্রাইম ব্রাঞ্চ যে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে৷

