মাদক পাচারে জড়িত পুলিশের মহিলা হেড কনস্টেবল রিমান্ডে

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরার ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ঘটনায় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মহিলা পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ আদালত তাকে সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ শুধু তা-ই নয়, তার সহযোগী প্রসেনজিত চক্রবর্তীকেও গ্রেফতার করে আদালতে পেশ করলে আদালত তাকেও সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷


প্রসঙ্গত, সিধাই থানায় মাদক পাচারের মামলায় পূর্ব আগরতলা মহিলা থানার হেড কনস্টেবল গায়ত্রী দাস অভিযুক্ত ছিলেন৷ মাদক পাচারে সহযোগী প্রসেনজিত চক্রবর্তীর সাথে তার টেলিফোনে কথোপকথনের অডিও ফাঁস হয়ে গিয়েছিল৷ ওই ঘটনায় ত্রিপুরা পুলিশ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তদন্তে গায়ত্রী দাসের সাথে মাদক পাচারের প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর৷


আজ পুলিশ হেড কনস্টেবল গায়ত্রী দাস এবং মাদক পাচারে সহযোগী প্রসেনজিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ তাদের আজ আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ পিপি বিশ্বজিত দেব জানিয়েছেন, আদালতে পুলিশ রিমান্ডের পক্ষে সওয়াল করা হয়েছে৷ এছাড়া ওই মামলায় অপর আসামির পুলিশ রিমান্ডের মেয়াদ আজ সমাপ্ত হচ্ছে৷ তার জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে৷
এআইজিপি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, সিধাই থানাধীন এনডিপিএস আইনে মামলায় ধৃত মহিলা হেড কনস্টেবল গায়ত্রী দাস এবং প্রসেনজিত চক্রবর্তীকে আদালত সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷