নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের ইটভাটা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার শ্রম কমিশনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা শ্রমিক ইউনিয়ন৷ ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষে ডেপুটেশন প্রদান করেন এক প্রতিনিধি দল৷ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিটু নেতা কানু ঘোষ৷
ডেপুটেশন প্রদানকালে দাবিগুলির যুক্তিকতা বিশ্লেষণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানু ঘোষ বলেন রাজ্যে বিগত তিন বছর ধরে ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না৷ বামফ্রন্ট সরকারের আমলে ২০১৭ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধি করা হয়েছিল৷ তারপর থেকে দ্রব্যমূল্য লাফিয়ে বাড়লেও ইটভাটা শ্রমিকদের মজুরি বাড়েনি৷ তাতে ইটভাটা শ্রমিকরা সমস্যায় পড়েছে৷ ইটভাটা শ্রমিকদের মজুরি কুড়ি শতাংশ বৃদ্ধি করার দাবি জানানো হয়৷
সংগঠনের নেতৃবৃন্দদ জানান শ্রমিকদের জন্য পাকা ঘর নির্মাণ এবং পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে৷ পরিযায়ী শ্রমিক েেদর বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনে ব্যয় বহন করতে হবে ইটভাটাা মালিককে৷ এসব দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে৷

